বাইতুল ইযযাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান যেখানে প্রথম কুরআনের অবতরণ করা হয়।
আল্লাহ তায়ালা সর্ব প্রথম কদরের রাতে গোটা কুরআন মজিদ লাওহে মাহফুজ থেকে ''বায়তুল ইযযাহ'' নামক স্থানে নাজিল করেন|বায়তুল ইযযাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান| মহানবি (সা.) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল (আ.) আল কুরআনের সুরা আলকের প্রথম পাচটি আয়াত নিয়ে তথায় মহানবি (সা.) এর নিকট অবতরণ করেন|এটাই ছিল দুনিয়াতে আল কুরআনের প্রথম নাজিলের ঘটনা|এর পর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবি (স.) এর প্রতি কুরআন নাজিল হয়|এভাবে মহানবি (সা.) এর জীবদ্দশায় মোট ২৩বছরে সম্পূর্ন কুরআন নাজিল হয়|এটি একসাথে নাজিল হয়নি|বরং অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাজিল হতো| কখনো ৫ আয়াত কখনো ১০ আয়াত কখনো আয়াতের অংশ বিশেষ আবার কখনো একটি পূর্নাঙ্গ সুরা এক সাথে নাজিল হতো|আল্লাহ তায়ালা এ প্রসঙ্গে বলেন-আর আমি খন্ড খন্ডভাবে কুরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন আর আমি তা ক্রমশ নাজিল করেছি |" (সুরা বনি ইসরাইল, আয়াত 106)