ইযহারের অর্থ আওয়াজকে ছাফ করিয়া পড়া, ইযহারের হরুফ ছয়টি, যথা ঃ ء ه ح خ ع غ এই ছয়টি হরুফের কোন একটি হরফ নুন ছাকিন বা তানভীনের পরে আসলে ن নুন ছাকিন বা ً ٍ ُ তানভীনকে ইযহার করিয়া পড়তে হয়। ن নুন ছাকিন এর পরে যেমন. اَنْعَمْتَ এবং ً ٍ ُ তানভীন এর পরে যেমন. عَلِيْمٌ حَكِيْمٌ