ধরুন, আপনি ৩টা সাবজেক্ট চয়েজ করেছেন।এখন ৩ বা চার নাম্বারটা
পেয়েছেন।মাইগ্রেশ করলে আপনি ২ বা ১
নম্বরটা পাবেন।আর ১নং টাই যদি আসে
তবে আর মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন নিচ থেকে
উপরে যায়। উপর থেকে নিচে আসে না।
আর মাইগ্রেশন করলেই যে পাবেন এমনটা কেউ বলতে পারবো না। এটা ভাগ্যের ব্যাপার...
প্রশ্নঃ মাইগ্রেশন যে করবো তার রেজাল্ট কখন দিবে ?
উঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে যাবে। যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে । তাই ওয়েবসাইটে চেক করে নিবেন...
প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?
উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে, এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না...
প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?
উঃ না,কোনো ভাবেই না। যদি আপনার মাইগ্ৰেশন হয় আর আপনি ভর্তি ফরম পূরণ না করেন অর্থাৎ জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না.