ইসলামি অর্থনীতির গুরুত্ব, উদ্দেশ্য এবং সফলতা এমনি ভাবে ধন বৈষম্য সৃষ্টিকারী শোষণ মূলক সুদ, জুয়া, লটারী, কালো বাজারী, মওজুদদারী, ও জনে কম দেওয়া, ভেজাল ইত্যাদি উপার্জনের পন্থা কে হারাম করা হয়েছে।বস্তুত ইসলামি অর্থ ব্যবস্থায় কোনো রূপ যুলুম, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবকাশ নেই।