ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞায় প্রফেসর খুরশিদ আহমেদ বলেন, যে অর্থ ব্যবস্থা ইসলামী কাঠামোয় পবিত্র কুরআন ও সুন্নাহর অন্তর্নিহিত মূল্যবোধের গভীরে দূঢ় ভাবে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে।এক কথায় ইসলামী অর্থ ব্যবস্থা হল - যাবতীয় আয় - উপার্জন, ব্যয় - বণ্টন ও ভোগ - ব্যবহার কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিগণিত হওয়া।