ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার পূর্বে আপনি একটি বিষয় ভালোভাবে জেনে রাখুন, আপনার ফেসবুক প্রোফাইল পেজে রুপান্তর করার পর সেটিকে পুনরায় ফেসবুক প্রোফাইলে পরিবর্তন করতে পারবেন না। কারণ ফেসবুক পেজকে প্রোফাইলে কনভার্ট করার কোন সুযোগ এখনো পর্যন্ত দিচ্ছে না। আর ভবিষ্যতেও আমার মনেহয় এ সুযোগ দেবে না। কাজেই আপনার ফেসবুক প্রোফাইল কনভার্ট করার পূর্বে নিজের সাথে ভালোভাবে বুঝাপড়া করার পর কনভার্ট করা শুরু করবেন।
ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার জন্য প্রথমে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্টে লগইন করুন। তার Facebook Profile Convertকরার জন্য লিংকটিতে ক্লিক করুন। উপরের লিংকে ক্লিক করা মাত্র নিচের অপশন দেখতে পাবেন।
আপনার ফেসবুক প্রোফাইলকে ফেসবুকে পেজে কনভার্ট করার জন্য উপরের চিত্রের Get Started বাটনে ক্লিক করুন। Get Started বাটনে ক্লিক করা মাত্র নিচের অনশন শো হবে।
আপনার ফেসবুক পেজটি যে ক্যাটাগরিতে রাখবেন, এখানে সেটি সিলেক্ট করে দিতে হবে। আপনি মানুষ হিসেবে নিজেকে যা মনে করেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
এখানে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবগুলো সিলেক্ট করা থাকবে। আপনি যদি কোন ফ্রেন্ডকে আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত করতে না চান, তাহলে ঠিক মার্ক উঠিয়ে দিতে পারেন।
তারপর একইভাবে আপনার ফেসবুক প্রোফাইলের কোন ফলোয়ারকে পেজের সাথে রাখতে না চাইলে, সেটিও এখান থেকে বাদ দিতে পারবেন। তবে ফ্রেন্ড বা ফলোয়ারকে বাদ দেওয়ার প্রয়োজন মনে না করলে, যেভাবে আছে সেভাবে রেখে সরাসরি ২নং অংশের Next এ ক্লিক করবেন।
এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অংশ না বুঝে করলে আপনার ফেসবুক পেজ হতে আপনার প্রোফাইলে থাকা সকল পোস্ট, ছবি, ভিডিও এবং অন্যান্য যাবতীয় তথ্য মুছে যাবে। সেই জন্য আপনি খুব সতর্কতার সহিত ১নং, ২নং ও ৩নং অংশের ট্যাবে গিয়ে ৪নং অংশের মাধ্যমে সবগুলো ভিডিও, ফটো ও এলবাম এ ঠিক চিহ্ন দিয়ে, তারপর Next এ ক্লিক করবেন। তাহলে আপনার প্রোফাইলের সকল পোস্ট, ছবি, ভিডিও এবং এলবাম আপনার ফেসবুকে পেজে যুক্ত হয়ে যাবে।
এই অংশে আপনার ফ্যান ও ফলোয়ারের যাবতীয় তথ্য দেখাবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না। সেটিংগুলো যেভাবে আছে সেভাবে রেখে সরাসরি Create Page এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুকে পেজে কনভার্ট শুরু হবে।
উপরের চিত্রে দেখুন, আপনার ফেসবুক প্রোফাইলটি ফেসবুকে পেজে কনভার্ট হচ্ছে। এ অংশে আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নরমালি ১ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলটি পেজে রুপান্তর হয়ে যাবে।
সফলভাবে কনভার্ট হওয়ার পর আপনার ফেসবুক পেজের উপরের অংশে উপরের চিত্রের লেখাটি শো করবে। আপনার ফেসবুক প্রোফাইলটি সম্পূর্ণভাবে কনভার্ট হতে এবং সকল ফ্যান ও ফলোয়ার যুক্ত হতে কিছু সময় লাগবে। ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ডলিস্টের যে সকল ফ্রেন্ডদের আইডি নষ্ট ছিল, তাদেরকে আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত করা হবে না। এ ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের লাইক ফ্রেন্ড লিস্টের তুলনায় একটু কম হবে। তবে যাদের আইডি একটিভ আছে, তাদের আইডি আপনার পেজের সাথে অবশ্যই যুক্ত হবে। That's all.
সংগৃহত