ইমাম (আরবি: إمام, বহুবচন: أئمة; ফার্সি: امام) ইসলাম ধর্মাবলম্বিদের ব্যবহৃত একটি শব্দ দ্বারা সাধারণ ভাবে মুসলিম সমাজের নেতৃ স্থানীয় ব্যক্তি কে বোঝানো হয়ে থাকে।সর্বাধিক প্রচলিত অর্থে ইমাম হলেন সেই ব্যক্তি যিনি মসজিদে বা বাইরে জামায়াতে নামাজ পরিচালনা করেন।