1. আপনাকে অবশ্যই অথেন্টিক হতে হবে।
2. ইউনিক হতে হবে অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই ইউনিক কনটেন্ট পাবলিশ করতে হবে। আপনি চাইলে কিন্তু অন্য কারোর ফেসবুক প্রোফাইল থেকে কোন কনটেন্ট কপি করে আপনার প্রোফাইলে এসে পেস্ট করে পাবলিশ করতে পারবেন না, এতে আপনার ফেসবুক প্রোফাইল ভেরিফাই করার সময় কিন্তু অনেক অসুবিধা হতে পারে।
তাই সব সময় নিজের ইউনিক কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ কে ভেরিফাই করার জন্য।
3. প্রোফাইল বা পেইজ কমপ্লিট হতে হবে, যদি আপনার প্রোফাইলে কোন অংশ বা ইনফরমেশন ফিলাপ করতে বাকি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে প্রোফাইলটাকে ১০০% কমপ্লিট করতে হবে।
4. আপনার প্রোফাইল বা পেইজ সবার কাছে নোটেবল হবে যা প্রমাণ করবে আপনি আসল ব্যক্তি।
5. ফলোয়ার: বন্ধুরা আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করতে যাচ্ছেন অথচ আপনার ফলোয়ার সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু ওটা মানানসই হয় না তাই আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার কিছুটা বাড়িয়ে নিতে হবে যাতে দেখা যায় প্রোফাইলটি কিছুটা হলেও মান সম্মত।
তবে বন্ধুরা আপনারা ভুলবশত অটো ফলোয়ার এর চিন্তা করবেন না কারণ এতে আপনার প্রোফাইল ভেরিফাই হওয়া তো দুরের কথা আপনার প্রোফাইলটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
তাই প্রত্যেকদিন আপনার প্রোফাইলে বা পেজে ভালো কিছু কন্টেন পাবলিশ করুন দেখবেন অটোমেটিকই আপনার প্রোফাইলের বা পেজের ফলোয়ার সংখ্যা দিনকে দিন বাড়তে থাকবে আপনাকে আর অটো ফলোয়ার এর চিন্তা করতে হবে না।