চার্জার বিভিন্ন ভোল্টের হতে পারে,
একটি চার্জার এর ইনপুট ভোল্টেজ সাধারনত ১০০ থেকে ২৪০ এসি ভোল্ট হয় আর এর অউটপুট ভোল্ট এর ও ভিন্নতা রয়েছে।
যেমন, একটি মোবাইল ফোনের চার্জার সাধারনত ২.৫ থেকে ৫ ভোল্ট এর হতে পারে।
আবার ল্যাপটপ এর চার্জার ৯ থেকে ১২ ভোল্ট এর হতে পারে।