1. FilmoraGo
FilmoraGo একটি অসাধারণ অ্যান্ড্রয়েড ভিডিও এডিটর যা অনেক ব্যবহারকারীরই প্রথম পছন্দ।
অ্যাপটিতে থাকা ভিডিও ট্রিমিং, ভিডিও কাটিং, থিম, মিউজিক ইত্যাদি সকল প্রাথমিক ফাংশন ব্যবহার করে আপনি খুব সহজেই ভিডিও এডিট করা করতে পারবেন।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি বিভিন্ন অনুপাতে ভিডিও এডিট করতে পারবেন। যেমন ইন্সট্যাগ্রামের জন্য ১:১ অনুপাতের, ইউটিউবের জন্য ১৬:৯ অনুপাতের ভিডিও এডিট করা যাবে।
এছাড়া আপনি ট্রানজিশন, স্লো মোশন, টেক্সট ব্যবহার করে ভিডিওকে আরো আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করে ভিডিও এডিট করার পর আপনি চাইলে তা গ্যালারিতে সেভ করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার করতে পারবেন।
গুগল প্লে স্টোর হতে ফিল্মোরা গো বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপটির ফ্রী ভার্সনেই সকল প্রয়োজনীয় ফিচারই রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ৪.৩ থেকে পরবর্তী সকল ভার্সনই সাপোর্ট করে।
স্পেশাল ফিচারঃ-
*. অসাধারণ সব টেমপ্লেট এবং ইফেক্ট এর লাইব্রেরি
*. প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস ইনক্লুডেড
*. রিয়েল টাইম প্রিভিউ সমর্থিত
*. ডিরেক্টট সোশ্যাল শেয়ারিং সমর্থিত।
2. PowerDirector.
3. KineMaster.
4. ActionDirector