১. প্রথমে আপনার রবি নাম্বার থেকে ডায়াল করুন ডায়াল করুন *1212# এই নাম্বারে।
২. ডায়াল করার পর আপনি ২ টি অপশন পাবেন। একটা হলো
১. MB Or internet
২. minute  or voice
৩. যেহেতু আপনি মিনিট ট্রান্সফার করবেন সেহেতু আপনি আপনাকে ২ নাম্বার অপশনে ক্লিক করতে হবে।
৪. ক্লিক করার পর কত মিনিট ট্রান্সফারে করবেন তেমন অপশন আসবে। আপনি যত মিনিট ট্রান্সফার করবেন এন্টার বার এ সিলেক্ট করে পাঠিয়ে দিবেন।
৫. তারপর  একটি অপশন আসবে নাম্বারের। আপনি যে  রবি নাম্বারে  মিনিট পাঠাতে চান সেটি ডায়াল করে দিবেন।নাম্বারের শেষে # ডায়াল করে এন্টার করবেন।
৬. ফিরতি এসএমএসে আপনাকে মিনিট পেয়ে যাবেন।