লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করা যাবে। নিচে মরিচা রোধের উপায়সমূহ আলোচনা করা হলো:
(i) মরিচার ক্ষয় থেকে আয়রনকে রক্ষার জন্য লোহার তৈরি দ্রব্যাদির উপর রং দিলে সেটি আর বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরিচা পড়তে পারে না।
(ii) তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় অপর ধাতু যেমন: ক্রোমিয়াম, নিকেল প্রভৃতি দ্বারা প্রলেপ দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে লোহার তৈরি দ্রব্যাদিকে মরিচার হাত হতে রক্ষা করা যায়।
(iii) লোহার তৈরি দ্রব্যের উপর যদি জিংকের প্রলেপ দেওয়া যায় অর্থাৎ গ্যালভানাইজিং করা যায় তবে লৌহের মরিচা রোধ করা যায় ।
(iv) লোহার তৈরি দ্রব্যের উপর প্লাস্টিকের আবরণ দিয়ে লোহার ক্ষয় রোধ করা যায় ।
(v) লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টীম চালনা করলে লৌহের উপর ফেরাসোফেরিক অক্সাইডের (Fe3O4) আবরণ পড়ে, ফলে লোহা মরিচা থেকে রক্ষা পায় ।