১.অপত্য ক্রোমোজমগুলো বিপরীত মেরুতে এসে পোছায়
২.এরপর উভয় মেরুর ক্রোমোজমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুর্ন আর্বিভাব ঘটে | প্রানি কোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃস্টি হয়
৩.এ অবস্থায় ক্রোমোজমগুলোর সরু ও লম্বা আকার ধারন করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে | এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে