পাইচিত্রঃ
অনেক সময় কোনো পরিসংখ্যানকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। এসকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করা হয়। এই ধরনের প্রকাশকে পাইচিত্র বা বৃত্ত লেখ বলে।
কোনো পরিসংখ্যান বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের অংশ হিসেবে উপস্থাপিত হলে পাইচিত্র গঠিত হয়।
আবার কখনো দুটি বৃত্তে একই উপাদান থাকলে তাদের ছেদ অংশ দ্বারা উভয়ের সর্বমান বের করার জন্যও পাইচিত্র ব্যবহার করা হয়।
পাইচিত্র বৃত্ত দ্বারা প্রকাশিত হয় তবে একাধিক বৃত্ত থাকলে বৃত্তের অবস্থান নানা রকম এমনি প্রবিষ্টও থাকতে পারে।
পাইচিত্র/বৃত্তক্ষেত্রাকার চিত্র - Pie chart.