সোনার মূল্যের মত পাঠের ব্যবহার ও দাম পাওয়া যেতো, তাই পাটকে সোনালী আঁশ বলা হতো। তাছাড়া পাটের আঁশে স্বর্ণের মত ঝক ঝকও করে তাই সোনালী আঁশ বলা যেতে পারে। সোনার যেমন কদর আছে এক সময় সারা বিশ্বে প্রাকৃতিক তন্তু হিসাবে সোনালী আঁশের পোশাক ব্যবহার হতো, পাটের তৈরী লঙ্গী এখনও আরাম দায়ক। সোনালী আঁশ বলাই যুক্তিযুক্ত ছিল বলে পাটকে সোনালী আঁশ বলা হতো।