বিশেষ্য পদ) কুশলতা, দক্ষতা, নিপুণতা; কারিগরি, সাধন-চাতুর্য; ফন্দি, চাতুর্য কৌশলে কার্যসিদ্ধি.।
/কুশল+অ/।
কৌশল এর বাংলা অর্থ
[কোউশল্] (বিশেষ্য) ১ কুশলতা; দক্ষতা; নিপুণতা (কর্মকৌশল)।
২ ফন্দি; চাতুর্য; ছল(কৌশলে কার্যসিদ্ধি)।
৩ কারিগরি; সাধনচাতুর্য (শিল্পকৌশল)।
কৌশলী (-লিন্) (বিশেষণ) ১ কৌশলযুক্ত; নিপুণ; কর্মকুশল।
২ ছলচাতুরীতে ওস্তাদ; ফন্দিবাজ; ধূর্ত।
( তৎসম বা সংস্কৃত শব্দ) কুশল+অ(অণ্)