ব্রিটিশ আমলে তৈরী এম ভি সেলা ঢাকা-মোড়লগঞ্জ-ঢাকা রুটে নিয়মিত চলাচল করে আসছে। শুধুমাত্র বৃহস্পতিবার এই লঞ্চটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে লঞ্চটি পরিচালিত হয়ে থাকে। সাধারণত ২ মাত্রার বিপদ সংকেত পর্যন্ত চলাচল করলেও ৩ মাত্রার বিপদ সংকেতে এটি বন্ধ থাকে।
যোগাযোগ
ঢাকার সদরঘাটে গিয়ে সরাসরি যোগাযোগ করা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করা যায়।
ফোন নম্বর:+৮৮-০২-৯৫৫৯৭৭৯
সময় সূচী
শুক্রবার ছাড়া প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬.৩০ টায় এবং পরের দিন মোড়লগঞ্জ থেকে সকাল ৯.৩০ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
ধারণ ক্ষমতা
২ তলা বিশিষ্ট এম ভি সেলা লঞ্চটির আয়তন ২১৬০ বর্গফুট। এই লঞ্চটি সর্বমোট ২৮৫ জন যাত্রী বহন করে থাকে। এতে মাত্র ৯টি কেবিন রয়েছে। লঞ্চের ছাদে ব্রিজের পিছনে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে ১৫ থেকে ২০ জন একসাথে নামাজ পড়তে পারে।
ভাড়ার হার
শিশু থেকে ৩ বছর পর্যন্ত ফ্রি, ৩ থেকে সাড়ে ১২ বছর পর্যন্ত হাফ ভাড়া এবং ১২ বছরের উপর প্রত্যেক যাত্রীর সম্পূর্ণ ভাড়া প্রদান করতে হয়। গন্তব্য অনুসারে বিভিন্ন শ্রেণীর ভাড়ার হার নিম্নরুপ।
গন্তব্যস্থল
১ম শ্রেণী (ভাড়া)
২য় শ্রেণী (ভাড়া)
৩য় শ্রেণী (ভাড়া)
ঢাকা টু মোড়লগঞ্জ
৮৮৫ টাকা
৫৪৫ টাকা
১৪০ টাকা
ঢাকা টু মংলা বন্দর
১০৩০ টাকা
৬২৫ টাকা
১৬০ টাকা
ঢাকা টু খুলনাঘাট
১১৯০ টাকা
৭২০ টাকা
১৮০ টাকা
অগ্রিম বুকিং
অগ্রিম বুকিং বা রিজার্ভের জন্য বিআইডব্লিউটিএ- এর ৫, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা (২য় তলা) রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হয়। ফোন নম্বর ৯৫৫৯৭৭৯। রিজার্ভ বাতিল করলে অবশ্যই ২৪ ঘন্টা আগে কর্তৃপক্ষকে অবগত করতে হয়।
নিরপত্তা
লঞ্চের আইন শৃঙ্খলা জনিত নিরাপত্তা রক্ষার জন্য ৭ জন আর্মড পুলিশ দায়িত্ব পালন করে থাকে। যাত্রীদের জীবনের নিরপত্তার জন্য এখানে ৬০ টি লাইফ বয়া, ৫২ টি লাইফ জ্যাকেট এবং ৩২ টি টায়ার রয়েছে। এছাড়াও রয়েছে যাত্রী বীমা।
লঞ্চের ষ্টাফ
এই লঞ্চে ১ জন ইনচার্জ মাস্টার অফিসার, ১ জন ইনচার্জ মাস্টার এবং ২ জন ড্রাইভার রয়েছে। অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে আরও রয়েছে হুইল সুগানী, টালী সুগানী, কেরানী, গিরিজার, ভান্ডারী, সুইপার এবং খালাসী । এই লঞ্চে সর্বমোট ১৭ জন কর্মকর্তা কর্মচারী আছে।