বিমানবন্দর থেকে গাইবান্ধার রেলপথে যে অন্তনগর ট্রেনগুলো চলাচল করে সেগুলো হলো লালমনি এক্সপ্রেস (৭৫১)এবং রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন। এই আন্তঃনগর ট্রেনগুলো যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনগুলো চলাচল করে। টেনের ভিতরে উন্নত মানের আসনের সাথে খাবার, ঘুমানোর জন্য শীততাপ ব্যবস্থা রয়েছে।
ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
লালমনি এক্সপ্রেস (৭৫১) শুক্রবার ২১ঃ৪৫ ০৫ঃ৩৭
রংপুর এক্সপ্রেস (৭৭১) সোমবার ০৯ঃ১০ ১৭ঃ১৪
আসন বিভাগ টিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন ৩৭০ টাকা
শোভন চেয়ার ৪৪৫ টাকা
প্রথম সিট ৫৯৫ টাকা
প্রথম বার্থ ৮৯০ টাকা
স্নিগ্ধা ৭৪০ টাকা
এসি সিট ৮৯০ টাকা
এসি বার্থ ১৩৩৫ টাকা