আপনার বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে কারন একটায় আপনি এই বিকাশ নাম্বার দিয়ে কোন মাসিক/৩ মাস বা ১ বছরের কোন পেমেন্ট করেছিলেন । যেমন: স্বাধীন মিউজিক অ্যাপ, Zee5, binge, Rabitholebd এই রকম অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইটে । তারাই মাস বা বছর শেষে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে ।
বন্ধ করার উপায়: ওইসব অ্যাপে গিয়ে পেমেন্ট মেথড থেকে আপনার বিকাশ নাম্বার ডিলিট করে ফেলুন ।
উপায় ২: বিকাশের কেয়ারে কল দিয়ে বলুন ওরাই বন্ধ করে দিবে । বিকাশ কল সেন্টার নাম্বার: ১৬২৪৭ ।
এই টিপস টি ekbd.net এ শেয়ার করা হয়েছে ।