তরিকুল ইসলাম তুষারের কথা। তিনি অনলাইন মার্কেটপ্লেসগুলোতে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) ওপর কাজ করছেন। আপওয়ার্কের জরিপে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানটি এখন তাঁর। বর্তমানে তাঁর মাসিক আয় ৫০ হাজার টাকারও বেশি।
গাইবান্ধা সরকারি কলেজ থেকে স্নাতক পাস করা তুষার ২০১৩ সালে প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন। তিনি ২০১৫ সালে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হয়ে কাজ করার সুযোগ পান। সেখানেই মূলত এই কাজের জগৎ সম্পর্কে তাঁর বিস্তারিত অভিজ্ঞতা হয়। দুই বছর চাকরির পর তিনি ২০১৭ সালে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মনোযোগী হয়ে ওঠেন।