সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (dmlc) অধীনে " শিক্ষক ও প্রভাষক" পদ টির সুযোগ সুবিধা বা জব সিকিউরিটিঃ
.
* ১১ গ্রেড (জুনিয়র শিক্ষক) , ১০ গ্রেড (সহকারী শিক্ষক), ৯ম গ্রেড (প্রভাষক) চাকুরি শুরু করবেন ৫ম গ্রেড পর্যন্ত যেতে পারবেন। হেড মাস্টার হতে পারবেন।
* ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে প্রোমোশন পাওয়ার জন্য ১০ বছর অপেক্ষা করা লাগবে। সহকারী শিক্ষক হওয়ার জন্য।
*
* পেনশন নেই, CPF আছে, ২৫ বছর পর ৭৫ লাখ টাকা এককালীন।২ বছর পর স্থায়ীকরণ পরীক্ষা হবে, এর আগে ইনক্রিমেন্ট পাবেন না। ৫ বছর পরে পোস্ট খালি থাকা সাপেক্ষে প্রমোশন পরীক্ষা দিতে পারবেন।
*
*
* রেশন আছে (সর্বোচ্চ ৫ জন পর্যন্ত পাবেন) । প্রতি জন ১০ কেজি চাল + ৮ কেজি আটা+ ২.৫ কেজি তেল+ ১.৮ কেজি চিনি। সিএমএইচ সুবিধা নাই। তবে জেনারেল হাসপাতালের সুবিধা পাবেন ১০ টাকা টিকেটে।
*
* ক্যান্টনমেন্ট এ সুন্দর নিরাপদ পরিবেশে থাকতে পারবেন। কেনকাটায় ডিসকাউন্ট পাবেন ৩০% পর্যন্ত ( সিএসডি শপে)
*
* ২ জন সন্তান পর্যন্ত ৫০০ টাকা করে শিক্ষা ভাতা পাবেন।
*
*প্রচুর টিউশন করার সুযোগ পাবেন। বেশির ভাগ শিক্ষক মিনিমাম ৫০ হাজার এক্সট্রা কামান। ভালো সাবজেক্ট পড়াইলে লাখ খানেক ও কামান।
*
* সপ্তাহে ২ দিন ছুটি। এছাড়া অন্যান্য ছুটি আছে। ধরে নেন ৮-২ টা ডিউটি। পড়ার এনাফ সুযোগ থাকে যদি এই সময় কোনো টিউশন না করান।
.
অসুবিধাঃ
* পোস্টিং কোথায় হবে সিউর না। অনেক দূরেও হতে পারে।
*পেনশন নাই এইটা সবচেয়ে প্যারাদায়ক ব্যাপার।
* হেড মাস্টার ভালো না হইলে লাইফ ত্যাজপাতা।
* পর্যাপ্ত বয়স থাকলে এবং অন্য চাকুরি পাবেন এমন কনফিডেন্স থাকলে না আসাই ভালো।
.
পরীক্ষা প্যাটার্নঃ
প্রিলি - ৬০ মার্ক্স ( কাট মার্ক থাকে ৫৫-৫৭) প্রশ্ন সহজ হয়। প্রিভিয়াস জব সলিউশন বেইজড পড়লেই এনাফ।
রিটেন- সহজ হয়।
ভাইভা+ ডেমো ক্লাস।
নোট: শেষবার সব পাবলিক ইউনিভার্সিটির পোলাপাইন টিকছে। শুধু একজন ছাড়া।
হাইলি কম্পিটিটিভ।