একজন ৯ম গ্রেডের ব্যাংক কর্মকর্তা কত বেতন পান?
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক
বেতন ২৩১০০
বাড়িভাড়া ৪৫-৫৫% -> ১২৭০৫
বিশেষ ভাতা ৫% -> ১১৫৫
ইন্টারনেট ও মোবাইল ১৫০০
মেডিকেল ১৫০০
লাঞ্চ ৮৮০০ (গড়ে ২২ দিন)
মোট মাসিক বেতন (অন্যান্য সুবিধা বাদে) = ৪৭২৬০
যা পদায়নভেদে কম-বেশি হতে পারে।
ইনসেনটিভ বোনাস বছর ভেদে ভিন্ন হয়। বাংলাদেশ ব্যাংকে যদি ৫ টি মূলবেতন পাওয়া যায় তাহলে মোট ১,১৫,৫০০ টাকা। ১২ মাস দিয়ে ভাগ করলে ৯৬২৫টাকা গড়ে।
✅অর্থাৎ কোন বিশেষ বেনেফিট বাদে গড়ে প্রতিমাসে রাফলি প্রায় ৫৬,৮৮৫ এর মতো বেতন আসতে পারে।
এর বাইরে, মাসিক ৫০০টাকায় সারা মাস এসি গাড়িতে যাতায়াত, আবাসনের জন্য বিভাগীয় শহরে ডর্মেটরি সুবিধা (মাত্র ১৮০০ টাকা/মাস থেকে শুরু), ডিপ্লোমা দুই পার্ট পাস করলে ৮৫০০০টাকা সম্মানী, ঔষধ ও মেডিক্যাল চেকাপ সুবিধা, বিনামূল্যে বিশাল লাইব্রেরী ও আন্তর্জাতিক ম্যাগাজিনের এক্সেস, সন্তানদের শিক্ষাভাতা (সর্বোচ্চ ১০০০), বাচ্চা সিজারিয়ানের বিল, বিশ্বের টপ ইউনিভার্সিটি গুলোতে বিনামূল্যে মাস্টার্স এর সুযোগসহ অন্যান্য অনেক সুবিধা প্রযোজ্য ক্ষেত্রে পেয়ে থাকেন।
▶️রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকে ইন্টারনেট ভাতা ভ্যারি করে, পদায়ন ভেদে বাড়িভাড়া ৪৫-৫৫% এবং ইনসেনটিভসহ অন্যান্য সুবিধাদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
কেতাবী কথাবার্তার বাইরের কথা হলো, অন্যান্য যেকোন সরকারি চাকুরী হতে ব্যাংকের বেতন ও ফ্যসিলিটি তুলনামূলক হ্যাসেলফ্রি নেওয়া যায়, মোটামুটি সব কিছু স্ট্র্যাকচারড থাকায় পেরেশানি কম। এছাড়া, বিভিন্ন সমিতির মাধ্যমে যেই বন্ডিং ও জয়েন্ট ভেনচারগুলো হয় তা থেকে নানাবিধভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এছাড়া, নিজের ডেস্কের কাজ ছাড়া ফাও টেনশন ৯৫% ক্ষেত্রে থাকে না। অধিকাংশ ক্ষেত্রে বদলি খুব কম হওয়ায় সন্তানদের পড়াশোনা, স্ট্যাবল ফ্যামিলি লাইফসহ পরোক্ষ অনেক কিছু থাকে যা টাকায় মাপা সম্ভব না।
আসলে বাংলাদেশের কেউই প্যাশন থেকে চাকরি করে না। তাই অন্যের চাকরি ভালো, নিজের চাকরি খারাপ। এসব, কানপড়া থেকে দূরে থাকুন। প্রতিটি জবের সুবিধা-অসুবিধা থাকে। দেখবেন যারা কাজ কম করে তারাই বেশি হতাশ থাকে।
কাজের ভেতর নিজেকে খুঁজে নিন, কর্মব্যস্ততাই সুখী জীবনের মূল।
(সংগৃহীত)