শুকতারা হল শুক্র গ্রহ যা ভোরবেলা সূর্য ওঠার আগে পূর্বাকাশে দেখা যায়। সময় ভেদে একই জিনিস সন্ধ্যাতারা রুপে পশ্চিম আকাশে সূর্য ডোবার পর দেখা যায়। মূলত শুক্র গ্রহের আবর্তনের ফলে এটি এক পাশে আবার সূর্যের আরেক পাশে চলে যায় (উপর-নিচে))। ফলে একে কখনো শুক তারা বা কখন সন্ধ্যা তারা রুপে দেখা যায়।