পৃথিবী সূর্যের চারদিকে বছরে একবার ঘুরে আসে। একে পৃথিবীর বার্ষিক গতি বলে। মূলত এ বার্ষিক গতিই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এক্ষেত্রে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এর ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে আবার কখনো একটু বৃদ্ধি পায়। পৃথিবীতে যে ঋতুর পরিবর্তন ঘটে তা অবশ্য এই পার্থক্যের জন্য নয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে একপাশেএকটু হেলে। যার ফলে পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে ৬৬ ডিগ্রি কোণ করে থাকে।