You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
60 views
in সাধারণ জ্ঞান by Earnings: 0.071 Usd (66 points)

1 Answer

0 like 0 dislike
১৯১৫ সালে জার্মানরা পোল্যান্ডের যুদ্ধে রুশদের বিরুদ্ধে যে গ্যাস ব্যবহার করেছিল -- ক্লোরিন।

যুদ্ধ-বিগ্রহ ও প্রতিরক্ষা
প্রথম বিশ্বযুদ্ধ
সময়কাল- ১৯১৪-১৮
শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪
১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সূচনা হয়। তবে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্পে বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ।
অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-উড্রো-উইলসন
জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮
বিশ্বযুদ্ধের ফলে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য লীগ অব নেশনস এর জন্ম হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
সময়কাল-১৯৩৯-৪৫
শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ, সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকুই হারিয়ে বসে। এর সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির হৃত অর্থনৈতিক, সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুণরুদ্ধার করা এবং পুণরায় একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। এর পাশাপাশিপোল্যান্ড এবং ইউক্রেনের সম্পদসমৃদ্ধ ভূমি নিয়ন্ত্রণে আনাও একটি উদ্দেশ্য হিসেবে কাজ করেছে। জার্মানির একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরপর সম্পাদিত ভার্সাই চুক্তি হতে বেরিয়ে আসার। এরই প্রেক্ষাপটে হিটলার এবং তার নাজি বাহিনীর ধারণা ছিল যে একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব হবে।
অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড)
মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল)
তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান
বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল
রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন
তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ হিটলার
ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি
জাপানের সম্রাট- হিরোহিতো
যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে-
জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও
নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান)
পারমাণবিক বোমা হামলার সময় ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান
মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)
আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হয় -- ১৮৬০-১৮৬৫ সাল।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয় -- ১৭৭৫-১৭৮৬ সাল।
ক্রিমিয়ার যুদ্ধ কখন, কাদের মধ্যে সংঘটিত হয় -- ১৮৫৪-১৮৫৬ সাল পর্যন্তু (রাশিয়া ও তুরস্ক)।
ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল -- তুরস্ক কর্তৃক ক্রিমিয়ার সেবেস্তাপোলে রাশিয়ার নৌ ঘাঁটিতে আক্রমন ও জয়লাভ।
১ম অহিফেনের যুদ্ধ কবে সংঘটিত হয় -- ব্রিটেন ও চীন (১৮ মার্চ ১৮৩৯-২৯ আগষ্ট, ১৮৪২ সালে।
১ম অহিফেনের যুদ্ধ সংঘটিত হয় -- ১৮৩৯ সালে চীন সরকার অহিফেন (মাদকদ্রব্য) আমদানী নিষেধ করায়।
১ম অহিফেনের যুদ্ধের ফলাফল -- চীন পরাজিত হয়ে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনকে প্রদান করে ।
১ম অহিফেনের যুদ্ধ পরিচিত -- ১ম এংলো-চাইনিজ যুদ্ধ
২য় অহিফেনের যুদ্ধ কবে সংঘটিত হয় -- ব্রিটেন-ফ্রান্স বনাম চীন (১৮৫৬-৬০ সালে)।
২য় অহিফেনের যুদ্ধ পরিচিত -- উঃ ২য় এংলো-চাইনিজ যুদ্ধ অথবা ।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় -- উঃ ১৯৪৮ সালে।
প্রথম আরব ইসরাইল যুদ্ধে আরবদের পক্ষে কোন কোন দেশ ছিল -- সিরিয়া, লেবানন, মিশর ও ইরাক।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হবার কারণ -- ফিলিস্তিনী মাতৃভূমি রক্ষার জন্য।
প্রথম আরব ইসরাইল যুদ্ধ শেষ হয় -- উঃ ৭ জানুয়ারী, ১৯৪৯ সালে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ কখন সংঘটিত হয় --২৯ অক্টেবর, ১৯৫৬ সালে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হবার কারণ -- মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে।
দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলকে সমর্থন করে -- ইংল্যান্ড ও ফ্রান্স।
কোন দেশের হুমকিতে ইসরাইল দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধে যুদ্ধবিরতি মেনে নেয় -- রাশিয়া।
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ কবে সংঘটিত হয় -- ৫-১০ জুন, ১৯৬৭ সাল। (৬ দিনের যুদ্ধ)
এ যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে -- মিশর, সিরিয়া ও জর্ডানের সম্মিলিত বাহিনী।
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধের ফলাফল -- ইসরাইল সিনাই, গাজা ও জেরুজালেমের বিরাট অংশ দখল করে নেয়।
চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় -- ৬-২৪ অক্টোবর, ১৯৭৩ সাল।
এ যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে -- মিশর ও সিরিয়া।
ইরাক-ইরান যুদ্ধ কবে সংঘটিত হয় -- সেপ্টেম্বর, ১৯৮০-২০ আগস্ট, ১৯৮৮।
ইরাক-ইরান যুদ্ধ সংঘটিত হয় -- সাতিল আরবের পানি বন্টন নিয়ে।
ওয়াটার লুর যুদ্ধ কখন সংঘটিত হয় -- ১৮১৫ সালে।
ওয়াটার লুর যুদ্ধ যার যার মধ্যে সংঘটিত হয় -- ফরাসী সম্রাট নেপলিয়ান ও ব্রিটিশ ডিউক অব ওয়েলিংটন বাহিনী ।
ওয়াটার লুর যুদ্ধের ফলাফল কি -- নেপোলিয়ানের পরাজয় ও নির্বাসন।
নেপোলিয়ানকে নির্বাসন দেয়া হয় -- সেন্ট হেলেনা দ্বীপে।
কোরিয়া জাপানের অধীনে ছিল -- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
কোরিয়া কিভাবে জাপান থেকে মুক্ত ও বিভক্ত হয়েছিল -- ১৯৪৫ সালে উত্তর কোরিয়ায় রুশ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য প্রবেশ করে এবং ৩৮ অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ বিভক্ত করা হয়।
কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয় -- ১৯৫০-১৯৫৩ সাল।
ক্রুসেড কি -- মুসলমানদের নিকট থেকে জেরুজালেম কেড়ে নেয়ার জন্য সমগ্র ইউরোপের খ্রিষ্টানদের সম্মিলিত অভিযানকে ক্রুসেড বা ধর্ম যুদ্ধ।
ক্রুসেড সংঘটিত হয় -- ১০৯৫-১২৭১ সাল। (৮ বার) ।
প্রথম ক্রুসেডে ইউরোপের পক্ষে পরিচালনা করে -- গডফ্রে।
প্রথম চীন-জাপান যুদ্ধ হয় ১৮৯৪-’৯৫।
দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ হয় -- ১৯৩১-’৩৩।
তৃতীয় চীন-জাপান যুদ্ধ হয় -- ১৯৩৭-’৪৫।
চীন-ভারত যুদ্ধ হয় -- ১৯৬২ সালে।
'ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ সংঘটিত হয় -- ১৬১৮-১৬৪৮ সাল।
‘ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ যাদের মধ্যে সংঘটিত হয় -- ইউরোপের প্রোটেস্ট্যান্ট ও ক্যাথেলিকদের মধ্যে।
‘ত্রিশ বছরব্যাপী যুদ্ধ’ ফলাফল কি -- স্বধীন রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের প্রকাশ।
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় -- ২২ অক্টোবর, ১৭৬৪ সালে।
বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় -- মূঘল সম্রাট ২য় শাহ আলম, নবাব সুজাউদ্দিন ও নবাব মীর কাশিমের মৈত্রী জোটের সাথে ইংরেজদের।
বক্সারের যুদ্ধের ফলাফল -- ত্রিপক্ষীয় বাহিনীর শোচনীয় পরাজয় হয়।
বলকান যুদ্ধ সংঘটিত হয় -- ১৯১২-১৩ সাল।
বলকান যুদ্ধ যাদের মধ্যে সংঘটিত হয় -- তৃরস্কের সাথে বুলগেরিয়া ও সার্বিয়া।
‘আইভান দি টেরিবল’ কাকে বলে -- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসি মৃতু শিবিরের রক্ষী জন ডেমিয়ান জুককে।
জুলিয়াস সিজার বৃটেন আক্রমন করে -- খ্রিঃ পূর্ব ৫৫ অব্দে।
রুশ-জাপান যুদ্ধ কবে সংঘটিত হয় -- ১৯০৪ সালে।
কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান যতবার যুদ্ধ হয় -- ২ বার।
বদরের যুদ্ধ সংঘটিত হয় -- ৬২৪ সালে।
খন্দকের যুদ্ধ কবে সংঘটিত হয় -- ৬২৫ সালে।
পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। উল্লেখ থাকে যে এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬) হয়েছিল মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্রাট হেম চন্দ্র বিক্রমাধিত্যর (হেমু) সঙ্গে। ফলাফল মুঘল বিজয়।
পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) হয়েছিল দুরানি সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য দ্বয়ের মধ্যে- ফলাফল দুরানি বিজয়।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় -- ১৯৮২ সালে।
প্রথম বিশ্ব যুদ্ধ কবে শুরু হয় -- ১৯১৪ সালে।
প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে যে যে দেশ ছিল -- অস্ট্রিয়া, তুরস্ক ও বুলগেরিয়া।
প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর বিপক্ষে যে যে দেশ ছিল -- ব্রিটেন, ফ্রান্স, জাপান, বেলজিয়াম ও অন্যান্য মিত্র রাষ্ট্র।
প্রথম বিশ্ব যুদ্ধ কিভাবে শুরু হয় -- অস্ট্রিয়ার উত্তরাধিকারী আরকডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড হত্যাকান্ডের ফলে।
প্রথম বিশ্ব যুদ্ধ যেভাবে শেষ হয় -- ২য় ভার্সাই সন্ধির মাধ্যমে ১১ b‡f¤^i, ১৯১৮ সালে।
প্রথম বিশ্বযুদ্ধ যতদিনব্যাপী চলছিল -- ৪ বছর ৩৮ দিন।
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল -- হার্বাট হেনরি আসকুইথ।
যে যুদ্ধ ‘গ্রেট ওয়ার’ নামে খ্যাত -- প্রথম বিশ্বযুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে শুরু হয় -- ১ †m‡Þ¤^i, ১৯৩৯ সালে হিটলারের পোল্যান্ড আক্রমনের মধ্যদিয়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি -- জার্মানী, ইতালী ও জাপান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি -- ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অধিনায়ক ছিল -- জেনারেল ম্যাক আর্থার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স দেশেরআত্মসমর্পন করে – জার্মানীর কাছে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান পার্লহারবার দখল করে -- ৭ wW‡m¤^i, ১৯৪১।
যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমানবিক বোমা ফেলে -- ৬ আগস্ট, ১৯৪৫।
যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে পারমানবিক বোমা ফেলে -- ৯ আগস্ট, ১৯৪৫।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় -- ১৪ আগস্ট, ১৯৪৫।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে বোমা ফেলার নির্দেশ দেন -- আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
ইরাকে ইঙ্গ-মার্কিন যুদ্ধ শুরু হয় -- ২০ মার্চ, ২০০৩।
ইরাক যুদ্ধের কবে সমাপ্ত ঘোষনা করা হয় -- ১ মে, ২০০৩।
ইরাক অভিযানের মার্কিন কমান্ডারের নাম কি ছিল -- জেনারেল টমি ফ্রাঙ্ক।
আফগানিস্তানে তালেবান সরকারের উপর ইঙ্গ-মার্কিন হামলা কবে শুরু হয় -- ৭ অক্টোবর, ২০০১।
শ্রীলংকায় গৃহযুদ্ধ শুরু হয় -- ১৯৮৩ সালে।
ইতিহাসের বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ কবে, কার মধ্যে হয় -- ৩২৬ খ্রিঃ পূর্বাব্দে, পুরু ও আলেকজান্ডার।
সর্বাপেক্ষা প্রাচীন যুদ্ধ রথ নির্মিত হয়েছিল -- ভারতবর্ষে।
বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ -- যুক্তরাষ্ট্র।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ -- রাশিয়া।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ -- ফ্রান্স।
১৯১৫ সালে জার্মানরা পোল্যান্ডের যুদ্ধে রুশদের বিরুদ্ধে যে গ্যাস ব্যবহার করেছিল -- ক্লোরিন।
১৯১৭ সালে জার্মানরা যে গ্যাস ব্যবহার করেছিল -- মাস্টার্ড গ্যাস।
সবচেয়ে বড় একক পারমানবিক চুল্লী কোথায় অবস্থিত -- ইগনালিয়া স্টেশন, রাশিয়া।
রেডিয়াম আবিস্কার করেন -- মাদাম কুরি ও পিয়েরে কুরি, ১৮৯৮ সালে।
এটম বোমা আবিস্কার করেন -- অটোহ্যান।
পারমানবিক বোমা আবিস্কার করেন -- রবার্ট ওপেন হাইমার।
হাইড্রোজেন বোমার জনক -- এডওয়ার্ড টিলার।
সর্বপ্রথম পারমানবিক বোমা তৈরী করতে সক্ষম হয় -- যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র সর্ব প্রথম পারমানবিক বিস্ফোরন ঘটায় -- নিউ মেক্সিকো মরুভূমিতে, ১৬ জুলাই, ১৯৪৫।
হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপকারী বিমানের নাম -- এনোলা গে।
হিরোশিমায় যে বোমা ফেলা হয় তার নাম -- লিটল বয়।
হিরোশিমায় পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায় -- ১ লক্ষ ৪০ হাজার।
নাগাসাকিতে যে বোমা ফেলা হয় তার নাম -- ফ্যাট ম্যান।
নাগাসাকির পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায় -- ৭০ হাজার।
ভারতের পারমানবিক কর্মসূচীর জনক -- এ পি জে আব্দুল কালাম।
পাকিস্তানের পারমানবিক কর্মসূচীর জনক -- আব্দুল কাদের।
ডিনামাইট আবিস্কার করেন -- আলফ্রেড নোবেল।
তেজস্ক্রিয়তা আবিস্কার করেন -- হেনরি বিকুয়েরেল।
by Earnings : 7.67 Usd (6,719 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...