“যা-কিছু মানুষকে একটু আনন্দ করার, অবসর সময় কাটানোর সুযোগ দেয় সেটাকেই বিনোদন হিসেবে সংজ্ঞায়িত করা যায়।” হালাল বিনোদনের দৃষ্টান্ত হিসেবে তিনি যা যা এনেছেন এবং যেগুলোর ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন, তার কয়েকটি এই—‘বই পড়া, পরিবারের সাথে সময় কাটানো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা, শরীর চর্চা, সাঁতার কাটা, বিশ্রাম নেওয়া, স্ত্রী-সহবাস ইত্যাদি’।