You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
62 views
in ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন by Earnings : 0.12 Usd (106 points)

1 Answer

0 like 0 dislike
একটি ব্লগকে পূর্ণাঙ্গ প্রফেশনাল রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়ের বাহিরেও কিছু জিনিস করতে হয়। গুগল ব্লগারের ক্ষেত্রে Privacy Policy টা হচ্ছে সে রকম একটি বিষয়। ব্লগস্পট ব্লগের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি খুব বেশী প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ নয়।

তবে যারা গুগল এ্যাডসেন্স পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এ্যাডসেন্সের আবেদন করার পূর্বে ব্লগের জন্য একটি সুন্দর ও গঠনমূলক প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে নিবেন। কারণ এ্যাডসেন্স অনুমোদন করার সময় গুগল এ্যাডসেন্স টিম ব্লগের প্রাইভেসি পলিসি পেজ ঠিক আছে কি না তা যাচাই করার পর এ্যাডসেন্স অনুমোদন দেয়।

প্রত্যেক প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ঠ প্রাইভেসি পলিসি থাকে। এই পলিসি অনুসারে কোম্পানি বা প্রতিষ্ঠান পরিচালনা হয়ে থাকে। সুনির্দিষ্ট পলিসি ছাড়া কোন কোম্পানি গ্রাহকের কাছে গ্রহনযোগ্যতা পায় না। ব্লগ কিংবা ওয়েবসাইটের বিষয়টা সে রকম না হলেও মোটামোটি কাছাকাছি।

আপনার ব্লগটি হয়ত আজ সবার কাছে পরিচিত নয় বিধায় প্রাইভেসি পলিসির প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন সবার কাছে পরিচিত হবে তখন অবশ্যই একটি সুন্দর প্রাইভেসি পলিসি এর প্রয়োজন হবে। কারণ পলিসি ছাড়া কারো সাইট সর্বমহলে বিশ্বস্ততা ও গ্রহনযোগ্যতা অর্জন করতে পারবে না। তাছাড়া যত বড় বড় ওয়েবসাইট রয়েছে তাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট পলিসি রয়েছে।
প্রাইভেসি পলিসি কি?
প্রাইভেসি পলিসি এর বাংলা অর্থ হচ্ছে গোপনীয়তা নীতি। সাধারণ অর্থে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানি পরিচালনার সামগ্রীর নীতিকে বুঝানো হয়ে থাকে। ওয়েবসাইট বা ব্লগের ক্ষেত্রে শুধুমাত্র নিয়ম ব্যতীত আরো কিছু বিষয় থাকে।

আপনার ব্লগের পাঠকের তথ্য কিভাবে সংগ্রহ করছেন, কিভাবে সংগ্রহিত তথ্য ব্যবহার করছেন, সংগ্রহিত তথ্য কার কাছে দিচ্ছেন, পাঠকদের সাথে কিভাবে যোগাযোগ করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়কে বুঝানো হয়। প্রাইভেসি পলিসি পেজের মাধ্যমে আপনার পাঠকদের নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে অবগত করতে পারেন।

    আপনার ব্লগের ভিজিটরদের কি কি তথ্য সংগ্রহ করছেন?
    কিভাবে পাঠকদের তথ্য সংগ্রহ করছেন?
    কেন ভিজিটরদের তথ্য সংগ্রহ করা প্রয়োজন?
    আপনি অন্যদের ব্লগের পন্য প্রমোট করেন কি না?
    সর্বোপরি আপনার ব্লগের কি ধরনের আদর্শ রয়েছে?

প্রাইভেসি পলিসি পেজে কি কি থাকবে?

    কি ধরনের তথ্য সংগ্রহ করছেনঃ এখানে আপনি পাঠকদের সামনে তুলে ধরবেন যে, যখন কেউ আপনার ব্লগে ভিজিট করে তখন আপনি কি তথ্য সংগ্রহ করে রাখছেন। এতেকরে পাঠক আপনার ব্লগের তথ্য সংগ্রহ করার পদ্ধতী জেনে সে পুনরায় ব্লগে ভিজিট করবে কি না সেটা নিশ্চিত হতে পারবে।
    Log Data: বর্তমানে ইন্টারনেট ব্রাউজারগুলির মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করার পর ভিজিটরের আইপি এড্রেস এবং কোন ধরনের ব্রাউজার থেকে ভিজিট করছে ইত্যাদি বিষয়ে তথ্য মজুদ করে রাখে। আপনি এ ধরনের সংগ্রহিত তথ্য মজুদ রাখছেন কি না সে বিষয়ে পাঠকদের জানাতে পারেন।
    Cookies: Cookies হচ্ছে ছোট ছোট ফাইল, যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ভিজিটরদের কম্পিউটারের হার্ড ড্রাইভে সাইট বা পরিষেবা প্রদানকারীরা স্থানান্তর করে। European Union (EU) এর নিয়মানুসারে প্রত্যেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটকৃত ওয়েবসাইট সম্পর্কে ধারনা দেওয়ার জন্য Cookies ব্যবহার করতে হয়। এ ক্ষেত্রে আপনার ব্লগে Cookies ব্যবহার করছেন কি না সেটা পাঠকদের জানাতে পারেন।
    সংগ্রহিত তথ্য নিরাপদ রাখেন কি নাঃ আপনি পাঠকদের যে সমস্ত তথ্য সংগ্রহ করছেন সেটা কোন ব্যক্তি বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠকের অনুমতি ছাড়া হস্থান্তর করছেন কি না সে বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেন।
    তৃতীয় পক্ষের লিংক শেয়ারঃ আপনার ব্লগের ব্যক্তিগত স্বার্থে বা ব্যবসায়ের প্রয়োজনে অন্য কোন ওয়েবাসইটের লিংক আপনার ব্লগে শেয়ার করছেন কি না? যদি শেয়ার করে থাকেন তাহলে কেন বা কি উদ্দেশ্যে শেয়ার করছেন সে সম্পর্কে পাঠকদের অবহিত করতে পারেন।
    সংগ্রহিত তথ্য রিসার্চ করেন কি নাঃ আপনার ব্লগ থেকে পাঠকদের যে তথ্যগুলি সংগ্রহ করছেন সেটা আপনি যাচাই বাছাই করে পাঠকদের মূল্যায়ন, সহায়তা, পরামর্শ প্রদান বা আপনার ব্লগের কোন সংশোধন, পরিবর্তন, সংযোজন ও পরিবর্ধন করেন কি না তাও পাঠকদের জানাতে পারেন।
    শিশু সুরক্ষাঃ অনলাইনে শিশু সুরক্ষার ক্ষেত্রে খুবই কঠোর প্রন্থা অবলম্বন করে। আপনি যে ধরনের আর্টিকেল শেয়ার করে থাকেন, সেটি শিশুদের উপযোগী কি না সেটা পরিষ্কারভাবে পলিসিতে উল্লেখ করে রাখবেন। কারণ শিশুদের মানুষিক বিকাশে বাধাগ্রস্ত হবে এমন কিছু শেয়ার করে থাকলে আপনার ব্লগে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে রাখবেন। সে ক্ষেত্রে আপনি আগেই লিখে রাখবেন যে, আপনার ব্লগে শিশুদের উপস্থিতি সম্পূর্ণ নিষেধ। তা না হলে আপনি যে কোন ধরনের আইনি জঠিলতায় পড়তে পারেন।
    বিবিধ বিষয়ঃ এ ছাড়া আপনার ব্লগের যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন গোপনীয়তা থেকে থাকে সেগুলি সম্পর্কে পাঠকদের সংক্ষেপে ধারনা দিতে পারেন।

ব্লগস্পট ব্লগের প্রাইভেসি পলিসি
যারা গুগল ব্লগার ব্লগ ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে প্রাইভেসি পলিসিটা খুব বেশী গুরুত্বপূর্ণ নয়। কারণ যারা গুগল ব্লগার দিয়ে ব্লগিং করেন তারা গুগল এর প্রাইভেসি পলিসি ও Service Agreement মেনে ব্লগিং করেন। এ ক্ষেত্রে আপনি কোন ধরনের পর্ণগ্রাফি, হ্যাকিং, ক্রাকিং অর্থাৎ এক কথায় নিয়ম বহির্ভূত কোন কিছুই করতে পারেন না।

কারণ গুগল এর নিয়ম না মেনে ব্লগিং করলে গুগল আপনার ব্লগ যে কোন সময় ডিলিট করে দেওয়ার অধিকার রাখে। তারপরও যারা ব্লগকে ভালভাবে ফুঠিয়ে তুলতে চান তারা অবশ্যই একটি পলিসি পেজ সুন্দরভাবে তৈরি করে নিবেন। এটা পাঠকদের কাছে আপনার ব্লগের গ্রহনযোগ্যতা বৃদ্ধি করবে।
গুগল এ্যাডসেন্স পলিসি
আপনি যদি গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করেন তাহলে এ্যাডসেন্সের পলিসিগুলি মেনেই করতে হবে। যখন আপনি প্রথম এ্যাডসেন্স একাউন্টে লগইন করবেন তখন আপনাকে বলবে আপনি এই নিয়মগুলি মেনে আবেদন করছেন। এ ক্ষেত্রে আপনি নিয়মগুলি না মেনে এ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন না।

আপনার ব্লগে গুগল এ্যাডসেন্স ব্যবহার করে থাকলে এ্যাডসেন্স বিজ্ঞাপন ব্যবহারের পলিসি সম্পর্কে আপনার ব্লগের প্রাইভেসি পলিসি পেজের মাধ্যমে ভিজিটরদের জানাতে পারেন। এ ছাড়াও আপনি অন্য কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করে থাকলে সেটি সম্পর্কে পলিসি পেজে তুলে ধরতে পারেন।
Email Subscription পলিসিঃ
ব্লগার ব্লগের ক্ষেত্রে ডিফল্টভাবে Email Subscription এর একটি উইজেট রয়েছে। আপনি যদি এই উইজেটটি ব্যবহার করে আপনার ব্লগটি সাবস্ক্রাইব করার অপশন রেখে থাকেন, সে ক্ষেত্রে সাবস্ক্রাইবারদের ইমেইল এড্রেস ও তথ্য কিভাবে সংগ্রহ করে ব্যবহার করছেন সেটি সম্পর্কে পাঠকদের পরিষ্কারভাবে জানিয়ে দেবেন। তাহলে যে কেউ আপনার ব্লগের পলিসি জেনে সাবস্ক্রাইব করবে কি না নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।
কিভাবে Privacy Policy পেজ তৈরি করবেন?

    প্রথমে আপনার কাঙ্খিত ব্লগে লগইন করতে হবে।
    তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে Pages এ ক্লিক করে একটি পেজ তৈরি করে নিতে পারেন।
    তারপর পেজের নাম Privacy Policy দিয়ে পেজের ভীতরে বিস্তারিত লিখবেন।
    পেজের কমেন্ট করার অপশন অবশ্যই বন্ধ করে রাখবেন।
    প্রফেশনাল Look দেওয়ার জন্য ব্লগের সাইডবার হাইড করে রাখতে পারেন।

সর্বশেষ পরামর্শঃ আপনি যদি বাংলায় আর্টিকেল পাবলিশ করে থাকেন তাহলে প্রাইভেসি পলিসি পেজটা অবশ্যই বাংলা তৈরি করবেন। অধিকাংশ বাংলা ব্লগে দেখা যায় যে, তাদের ব্লগের সকল কনটেন্ট বাংলা অথচ শুধুমাত্র প্রাইভেসি পলিসি পেজটা Auto Generate  করে ইংরেজীতে করে রেখেছে।

বাংলা প্রাইভেসি পলিসি পজ তৈরি করার ক্ষেত্রে আমাদের ব্লগের প্রাইভেসি পলিসি পেজটি অনুসরণ করতে পারেন। তবে আপনি ইংলিশে ব্লগিং করে থাকলে ভালমানের ব্লগগুলিকে অনুসরণ করতঃ আমাদের আজকের পোষ্টটি মেনে তৈরি করতে পারেন। যদি নিজে প্রাইভেসি পলিসি লিখতে সক্ষম না হন, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে এই লিংক থেকে আপনার ব্লগের সকল তথ্য পুরন করে একটি পলিসি পেজ তৈরি করে নিতে পারেন।
by Earnings : 7.67 Usd (6,719 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...