কন্টাক্ট ফর্ম / Contact Us পেজ ব্লগে যুক্ত করার সুবিধা
আমাদের ভিজিটর আমাদের ইমেইল না জানলেও সরাসরি আমাদের ইমেইলে ম্যাসেজ পাঠাতে পারবে
আমাদের ভিজিটর যদি আমাদের সাথে যোগাযোগ করে উপকৃত হই তবে আমাদের পোস্ট সকলের সাথে শেয়ার করতে পারেন।
কোন বড়ো কম্পানি তাদের এড আমাদের ওয়েবসাইটে দেখাতে চাইলে কন্টাক্ট ফর্ম পেজের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
কন্টাক ফর্ম পেজ থাকলে গুগল তারাতারি এডসেন্স এপ্রভেল করে।
কন্টাক্ট ফর্ম পেজ থাকলে ভিজিটর বেশি বিশ্বাস করে ওয়েবসাইটের ওপর।
ব্লগের পোস্টের তুলনায় About Us, Contact Us, Privacy Policy, Disclaimer এইসব পেজ গুগলে তারাতারি রেংক করে সেই অনুযায়ী আমাদের ব্লগের ট্রাফিকও বাড়বে।
মেটা ট্যাগ কোড ব্লগের জন্য কিভাবে তৈরি ও সাবমিট করবো
ব্লগের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করে ও গুগলে সাবমিট করে
ব্লগস্পোট ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম / Contact Us পেজ কিভাবে তৈরি করবো
কন্টাক্ট ফর্ম পেজ তৈরি করা খুব সহজ এখানে আমি step by step বলছি আপনারা শুধু আমায় ফলো করুন।
Step:1- প্রথমে আপনার ব্লগে চলে যান লগইন না থাকলে করে নিন। এবারে Layout ক্লিক করুন।
সাধারণত কন্টাক্ট ফর্ম সাইডবার আর ফুটারে থাকে তাই সাইডবার বা ফুটার থেকে Add a Gadget ক্লিক করুন।
ব্লগস্পোট ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম / Contact Us পেজ কিভাবে তৈরি করবো
Step:2- এবার যেই পেজ আসবে এখান থেকে Contact From এর পাশে (+) আইকনে ক্লিক করুন।
ব্লগস্পোট ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম / Contact Us পেজ কিভাবে তৈরি করবো
Step:3- এখানে আপনার কন্টাক্ট ফর্মের একটা নাম দিন যেমন- Contact me, Contact From, Contact us হয়ে গেলে Save করে দিন।
ব্লগস্পোট ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম / Contact Us পেজ কিভাবে তৈরি করবো
আমাদের ব্লগে এখন কন্টাক্ট ফর্ম যুক্ত হয়ে গেছে এবার আমাদের ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম পেজ তৈরি করতে হবে।তার জন্য নিচে আমি সিম্পেল একটা কন্টাক্ট ফর্ম কোড দিলাম কপি করেনিন।
ব্লগে Robots.TXT ফাইল কিভাবে যুক্ত করবেন
আপনার ব্লগ সইট থেকে ব্রোকেন লিংক কিভাবে রিমুভ করবেন