You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
106 views
in সাধারণ by (-14 points)

1 Answer

0 like 0 dislike
আপনার মোবাইলের ব্যাটারি কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? চার্জ না থাকার কারণে দিনে অনেকবার চার্জ করতে হচ্ছে ? তাহলে এই পোস্টটি পড়ুন আশাকরি আমি আপনার এই সমস্যার সমাধান করতে পারবো।

মোবাইল ব্যাটারির চার্জ তারাতারি শেষ হয়ে যাওয়ার পেছনে যে কারণগুলি থাকে টা হলো:-
সূচীপত্র দেখুন
১. নেটওয়ার্ক

আপনার মোবাইল যদি এমন কোনো সিমকার্ড লাগানো থাকে, যার ফলে বেশিরভাগ সময় নেটওর্য়াক থাকে না অথবা full সিগন্যাল থাকে না, এই অবস্থায় মোবাইলকে বার বার টাওয়ারের সিগন্যাল সার্চ (Search) করতে হয়। এছাড়াও low সিগন্যাল থাকলেও মোবাইলের ব্যাটারী খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

    তাই চেষ্টা করবেন এমন কোনো সিমকার্ড ব্যবহার করার , যার ফলে আপনার ফোনে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়।

২. ওয়ালপেপার

অনেক স্মার্ট ফোন ব্যবহারকারী সুন্দর সুন্দর ওয়ালপেপার লাগিয়ে রাখে, কিন্তু জানেন কি এমন কিছু ওয়ালপেপার আছে যা লাগিয়ে রাখলে খুব তারাতারি মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে।

সাধারণত মোবাইল ৩ ধরনের ওয়ালপেপার লাগানো হয়, যা হলো:- ১) কালো রঙের ওয়ালপেপার ২) রঙিন ওয়ালপেপার ৩) লাইভ ওয়ালপেপার। এগুলো মধ্যে কালো রঙের ওয়ালপেপার সব থেকে কম ব্যাটারী শেষ করে, এর পর রঙিন ওয়ালপেপার ও অনেক কম ব্যাটারী ব্যাবহার করে কিন্তূ Live wallpepar যেমন জল পড়ছে এরকম ওয়ালপেপার গুলি খুবই চার্জ শেষ করে।

    অর্থাৎ Live ওয়ালপেপার অথবা ওয়ালপেপারের জন্য আলাদা করে অ্যাপ ইনস্টল করে থাকলে ঐগুলি ব্যাবহার না করার ভালো ব্যাটারির পক্ষে।

৩. অ্যাপস

অনেক স্মার্টফোন ব্যাবহারকারী মোবাইলে প্রচুর অ্যাপ ইন্সটল করে রাখে, ওই অ্যাপ গুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ ব্যবহার করেই না হয়তো।

কিছু কিছু অ্যাপস্ আছে যেগুলি ব্যাকগ্রাউন্ডে (Background) চলতে থাকে, অর্থাৎ ওই অ্যাপগুলি যখন ব্যাবহার করিনা তাও অ্যাপগুলি চলতে থাকে। যার ফলে আমাদের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায় তাড়াতাড়ি।

এই সমস্যা সমাধানের জন্য, মোবাইলের সেটিংসে গিয়ে Battery Usage Status অপশনে ক্লিক করলে দেখতে পাবেন কোন অ্যাপটি চার্জ শেষ করছে। এরমধ্যে যে অ্যাপ ব্যাটারি শেষ করছে ওই অ্যাপটির সেটিংয়ে Restric background activity অপশনে ক্লিক করতে হবে। যার ফলে ওই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং ব্যাটারি ও বেশি সময় ধরে চলবে।

    যদি কোনো অ্যাপস দরকার না থাকে তাহলে uninstall করতে পারেন অথবা ওই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে অ্যাকটিভিটি কে বন্ধ করে দিতে হবে।

৪. গেম

যদি আপনি মোবাইলে গেম খেলেন তাহলে দেখতে পাবেন ওই সময় মোবাইলের ব্যাটারি সবথেকে বেশি দ্রুত শেষ হয়ে যায় । এরজন্য আপনি যদি ব্যাটারির চার্জ কম শেষ করে গেম খেলতে চান তাহলে গেমের সেটিংয়ে গিয়ে গ্রাফিক্স সেটিং কম করতে হবে অর্থাৎ High graphics এ গেম খেলতে গেলে খুব তারাতারি চার্জ শেষ হয়ে যায়।

    গেম কম খেলুন অথবা গেম খেললে low graphics settings এ খেললে বেশি সময় ধরে ব্যাটারি থাকবে।

৫. ইন্টারনেট ব্যবহার

আপনি যদি ইন্টারনেট ব্যাবহার করার সময় WIFI এর ব্যবহার করে থাকেন মোবাইলের ডাটার ব্যাবহার পরিবর্তে , তাহলে দেখতে পাবেন WIFI এ ইন্টারনেট ব্যবহার করলে কম চার্জ শেষ হয় মোবাইলের ডেটা এর তুলনায়।

    অর্থাৎ, ইন্টারনেট ব্যাবহার করার জন্য মোবাইল ডাটার পরিবর্তে WIFi ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি বেশি সময় ধরে চলে।

৬. হটস্পট ও ব্লুটুথ

হটস্পট ও ব্লুটুথ ব্যবহার করার পরে বন্ধ করে দেওয়া উচিত। সারাক্ষণ এই অপশন গুলি চালু রাখলে খুব তাড়াতাড়ি মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে।

    তাই, মোবাইলের মধ্যে ব্লুটুথ ও হটস্পট অপশন বন্ধ করে রাখা উচিত।

৭. Auto Update

অনেকের মোবাইলে এমনিতেই অ্যাপ আপডেট হয়ে যায়, এরকম ভাবে অ্যাপ যদি অটোমেটিক্যালি আপডেট নিতে থাকে তাহলে ব্যাটারী খুব তারাতারি শেষ হয়ে যাবে।

    তাই , Auto Update বন্ধ করে রাখলে মোবাইলের ব্যাটারি অনেকক্ষণ থাকবে।

৮. উজ্জ্বলতা

মোবাইলের স্ক্রিনের উজ্জ্বলতা বেশি হলে ব্যাটারি খুব তারাতারি শেষ হয়ে যাবে। তাই auto brightness অপশনটি চালু করে রাখতে পারেন অথবা মোবাইলের উজ্জ্বলতা কম করে রাখতে পারেন মোবাইলের ব্যাটারি save করার জন্য এবং কম উজ্জ্বলতায় আপনার চোখের সুরক্ষা ও বজায় থাকবে। যদিও মোবাইলের আলো থেকে চোখ সুরক্ষা করবে কিভাবে তা জানার জন্য এখানে ক্লিক করুন।

    উজ্জ্বলতা কম করলে বেশি সময় ধরে মোবাইলের ব্যাটারী চলবে।

৯. High Refresh Rate

বর্তমান সময় মোটামুটি দামের ফোন High Refresh Rate দেখতে পাওয়া যায়, যায় ফলে মোবাইলের কোনো কাজ করার সময় খুব স্মুথ (Smooth) অনুভূতি দেয়। যার ফলে মোবাইলের চার্জ খুব তারাতারি শেষ হয়ে যায়।

    HIGH REFRESH RATE অপশনটি যদি আপনার ফোনে থাকে তাহলে ওই অপশনটি বন্ধ করে রাখলে বেশি সময় ধরে মোবাইলের ব্যাটারি চলবে।

১০. GPS

অনেক স্মার্টফোন ব্যাবহারকারী মোবাইলের GPS অপশনটি ON করে রাখে, GPS লোকেশন track করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এমনি এমনি GPS চালু করে রাখার অর্থ হলো মোবাইলের চার্জ শেষ করা।

    তাই, মোবাইলের চার্জ বাঁচিয়ে রাখতে চাইলে GPS off করে রাখায় ভালো।
by Earnings : 7.67 Usd (6,723 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...