আশাকরি সব ধরনের টন সম্পর্কে একটি সাধারন ধারনা পাওয়া যাবে। এক টন বলতে সাধারনত এক মেট্রিক টনকে বুঝায়। ১ (এক) মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (MKS) বা ২,২০৪.৬ পাউন্ড (FPS) । তবে বাজারে আরও দুই ধরনের কম-প্রচলিত টন আছে, একটি US Ton বা Short Ton এবং অন্যটি British Ton বা Long Ton হিসাবে পরিচিত।