কুরআনকে ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দর ভাবে পড়া মুসলিমদের জন্য ফরজ (আবশ্যিক) কারণ আল্লাহ তায়া'লা স্বয়ং নির্দেশ দিয়েছেন। ... তাই তাজউইদ সম্পর্কে ধারণা থাকতে হবে না হলে কুরআন মাজীদ পড়ার সময় অনের ভুল হবে এবং অনেক সময় কুরআনের আয়াতের অর্থের বিপরীত অর্থ হয়ে যাবে ফলস্বরূপ কুরআন মাজীদ পড়ার মূল উদ্দেশ্যই বিফল হবে।