You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
57 views
in ভ্রমন বিষয়ক জিজ্ঞাসা by Earnings : 7.67 Usd (6,719 points)

1 Answer

0 like 0 dislike
সাজেক রিসোর্ট
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় এই রিসোর্টটি। দোতলা এই রিসোর্টের উপরের তলায় সব মিলিয়ে চারটি কক্ষ। মূলত কাপলরাই এই রিসোর্টে এসে থাকে বেশিরভাগ সময়। কেননা, জানালা খুললে একদিকে যেমন সাজেকের মনোরম প্রকৃতি উপভোগ করা যায়; ঠিক তেমনি খাবারের সুব্যবস্থা আছে এই রিসোর্টে। এসি আর নন এসি ভেদে এই রিসোর্টে প্রতিটি কক্ষের ভাড়া ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। সেনাবাহিনীতে কর্মরত এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট।  যোগাযোগ: ০১৮৫৯০২৫৬৯৪ / ০১৮৪৭০৭০৩৯৫।

রুংরাং রিসোর্ট
রুংরাং হচ্ছে সাজেকের সেরা রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। রিসোর্ট থেকেই সাজেকের মেঘের ভেলা আর দিগন্তজোড়া সারি সারি পাহাড় দেখার ক্ষেত্রে রুংরাং রিসোর্টের তুলনা নাই। নান্দনিক কাঠের ইন্টেরিয়রে সজ্জিত এই রিসোর্টে ৬টি ডাবল বেডরুম আর ৪টি কাপল রুম রয়েছে। ডাবল বেড ২৮০০ টাকা এবং কাপল ২০০০ টাকা। তবে ছুটির দিনগুলোতে তা ৩৫০০ এবং ২৮০০ তে রূপান্তরিত হয়।  রুংরাং রিসোর্টে সোলার এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের পাশাপাশি পানি এবং নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ: ০১৮৮৪৭১০৭২৩ / ০১৮৬৯৬৪৯৮১৭/০১৮৮৬৩৬৩২৩২ অথবা ফেসবুক পেইজ।

রুন্ময় রিসোর্ট  
নীচতলা আর দোতলা মিলিয়ে মোট পাঁচটি রুম আছে এই রুন্ময় রিসোর্টে। এই রিসোর্টের ভাড়া তুলনামূলক কম হওয়ায় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় বলে এর জনপ্রিয়তাও বেশ। নীচতলার রুম ভাড়া প্রায় ৪৪৫০ টাকা। আর উপর তলার রুম ভাড়া প্রায় ৪৯৫০ টাকা। দুজনের জন্য নির্মিত এসব রুমে আপনি বাড়তি ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেডের ব্যবস্থাও করে নিতে পারবেন। খাবারের ব্যবস্থার পাশাপাশি বারবিকিউ করারও সুযোগ থাকছে এই রিসোর্টে, তবে তা অগ্রীম জানাতে হবে। যোগাযোগ: ০১৮৬৫৪৭৬৮৮।

মেঘ মাচাং রিসোর্ট
রুইলুই পাড়ায় অবস্থিত মেঘ মাচাং হচ্ছে আরেকটি জনপ্রিয় রিসোর্ট। কাঠ আর বাঁশের নির্মিত সর্বমোট পাঁচটি কটেজ রয়েছে এই রিসোর্টে। এখানকার প্রতিটা কক্ষেই ৪/৫ জন একসাথে থাকা যায়। সোলার বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে এখানে। ছুটির দিন বাদে বাঁশ নির্মিত কটেজের ভাড়া পড়বে ৩৫০০ টাকা এবং কাঠের নির্মিত কটেজের ভাড়া পড়বে ৪০০০ টাকা। আর ছুটির দিনে ৫০০ টাকা করে বাড়তি গুনতে হবে দুই ধরণের কটেজের ক্ষেত্রেই। মিজোরামমুখী খোলা বারান্দা এই রিসোর্টের অন্যতম আকর্ষণ। খাবারের ব্যবস্থাও আছে এখানে। যোগাযোগ: ০১৮২২১৬৮৮৭৭ অথবা ফেসবুক পেইজ।

মেঘপুঞ্জি রিসোর্ট
অন্যান্য রিসোর্টের ভিড়ে মেঘপুঞ্জি রিসোর্টের রয়েছে স্বতন্ত্র জনপ্রিয়তা। পরিবেশ বান্ধব নির্মান এবং সাজেকের অপরূপ সৌন্দর্য অবলোকন উপভোগের জন্য এই রিসোর্টের রয়েছে খ্যাতি। তারাশা, পূর্বাশা, রোদেলা এবং মেঘলা নামের ৪টি কটেজ রয়েছে এই রিসোর্টে। ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুতের সুবিধা ছাড়াও প্রতি কটেজে ৪ জন থাকার সুব্যবস্থা রয়েছে। তিনটি কটেজের ভাড়া ৪০০০ টাকা করে। আর অন্য একটি কটেজের ভাড়া ৪৫০০ টাকা। তবে মেঘপুঞ্জিতে রুম ভাড়া নিতে হলে মাসখানেক আগে অগ্রীম বুকিং এবং খাবারের ব্যবস্থা করার কথা বলে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। যোগাযোগ: ০১৮১৫৭৬১০৬৫/০১৮১৪২৭৫৭৫৫ অথবা ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইট।
by Earnings: 2.48 Usd (2,410 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...