You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
452 views
in যৌন জিজ্ঞাসা by Earnings : 7.67 Usd (6,719 points)

1 Answer

0 like 0 dislike
ফিঙ্গারিং বা হস্তমৈথুন করার ফলে শরীরে যেসব ক্ষতি সাধিত হয়:

১। হস্তমৈথুন করলে দ্রুত বীর্যপাতের অভ‍্যাস তৈরী হয়ে যায়, ছেলেদের লিঙ্গ ছোট হয়, এক সাইটে অতিরিক্ত বাঁকা হয়ে যায়, লিঙ্গের গোড়া চিকন হয়ে যায়, উত্থান শক্তি কমে যায়, বেশি শক্ত হয় না,সহবাসে সময় কমে যায়,যা বিয়ের পর সন্তান জন্মদানে ও পরিপূর্ণ সুখলাভে বাধা সৃষ্টি করে।

২। হস্তমৈথুন করলে নিয়মিত মাথাব‍্যাথার , অতিরিক্ত স্বপ্নদোষ হয়, পায়খানা প্রস্রাবের আগে কোথ দিলে আঠালো পানি বেরহয়।

৩। হস্তমৈথুন করলে স্মৃতিশক্তি, মেধাশক্তি, বিবেকশক্তি ও দৃষ্টিশক্তি লোপ পায়।

৪। হস্তমৈথুন করলে লিঙ্গ দুর্বল হয়ে যায় তথা একটা সময় সেক্স উত্তেজনা কমে যায়, ধ্বজভঙ্গ হয়ে যায়।

৫। হস্তমৈথুন করলে চরিত্র নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মন মানুসিকতা ভালো থাকেনা। মানসিকভাবে দুর্বলতা আসে।

৬। হস্তমৈথুন ফলে যিনা বা সমকামিতার মতো কবীরা গুনাহ হয়। ইসলামী এটা পুরোপুরি নিষিদ্ধ।

৭। হস্তমৈথুন করলে একটা সময় স্বাস্থ নষ্ট হয়ে রোগাক্রান্ত আকার ধারণ করে।

৮। হস্তমৈথুন করতে থাকলে একটা সময় স্বামীর সাথে যৌনমিলনের আগ্রহ কমে যায়। একইভাবে স্ত্রী স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

৯। হস্তমৈথুন করতে থাকলে বীর্যে ডিম্বাণুর পরিমাণ ও শুক্রাণুর পরিমাণ কমে গিয়ে একটা সময় বাচ্চা হয় না।

১০। হস্তমৈথুন করতে থাকলে নিজের মধ‍্যে সবসময় বাজে চিন্তা কাজ করে।

১১। যারা হস্তমৈথুন করে, তারা সহজে 'মা' ডাকটি শুনতে পায় না।

১২। হস্তমৈথুন করার ফলে স্বামীকে পূর্ণ সুখ দিতে অসামর্থ‍্য হওয়ায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়।

১৩। স্ত্রীর হস্তমৈথুনের ফলে পূর্ণ সুখ না পাওয়ায় অনেক স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে।

১৪। হস্তমৈথুন, ফিঙ্গারিং বা মাষ্টাবেশন করার ফলে মেয়েদের সতিচ্ছেদ হয়ে যায়, ফলে কুমারীত্ব নষ্ট হয় এবং বিয়ের পর স্বামীর সাথে সম্পর্ক টিকে না।

তাই, সকলের উচিত হস্তমৈথুন বা ফিঙ্গারিংকে 'না' বলা।

আমাদের দেশের যুবসমাজের শতকরা 95 শতাংশ এই বদঅভ্যাসে আসক্ত। অনেকেই বলে চেষ্টা করতেছি কিন্তু এই অভ্যাস দূর করতে পারতেছি না। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক রোগীই সফলতা পেয়েছি।এই অভ্যাস দূর করতে হলে আপনি ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসা নিন। নিয়মিত ওষুধ সেবন করূন, বদ অভ্যাস দূর হবে সাথে আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করা সম্ভব। নিয়মমতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন ওষুধ সেবন করতে হবে।

আপনার যেকোনো গোপনীয় সমস্যা সমপর্কে পরামর্শ করতে পারেন।
by Earnings : 7.67 Usd (6,719 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...