চুল পড়া বন্ধ করার জন্য কিছু সহজ উপায় নিম্নে দেওয়া হলো:
১। প্রথমেই চুল পরিষ্কার করুন। এটি যদি মাথা ধুলে থাকে তাহলে শুধু হালকা শ্যাম্পু দিয়ে না বরং হেয়ার স্পারে মাথাটি ধুয়ে নিন।
২। চুলে তেল না দিয়ে ভালভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু দেওয়ার সময় একটি মাধ্যমিক স্ক্রাবার ব্রাশ ব্যবহার করে সম্পূর্ণ চুলকে ভালভাবে মালিশ করুন।
৩। চুল শুষক হওয়ার পরে ভালভাবে কন্ডিশনার ব্যবহার করে চুলকে মালিশ করুন।
৪। চুলে জুলানো না করে হেয়ার ড্রাই করুন। চুলে জুলানো করলে চুল ভালোভাবে স্টাইল হবে না।
৫। চুলে নরম হওয়ার পরে ভালভাবে কম্ব ব্রাশ দিয়ে চুলটি কম্ব করে নিন।