সাপে কামড়ানো জায়গা তৎক্ষণাৎ পরিস্কার ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিন রাতে ধুলোবালি না লাগে।
হাতে কামড়ালে ঘড়ি , আংটি ইত্যাদি খুলে দিন। কপড় ঢিলে ঢালা করে দিন। আক্রান্ত ব্যাক্তিকে শুইয়ে দিন। সাপে কামড়ানো ব্যক্তিকে কখনোই কাত করে শোয়াবেন না। সব সময় সোজা করে শোয়াবেন। তার বুকের নিচে কিছু একটা দিয়ে বুকটা উঁচু করে রাখুন কিংবা রোগিকে এমন ভাবে শোয়ান যাতে কামড়ের স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে। অর্থাৎ রোগির আক্রান্ত স্থানকে হার্ট লেভেলের নিচে রাখতে হবে। বিষাক্ত সাপের বা যে সাপেই কাটুক দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন।